- সারাদেশ
- সাংবাদিক শামসের মুক্তির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
সাংবাদিক শামসের মুক্তির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি: সমকাল
সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। আজ শুক্রবার বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এদিকে অবরোধের খবর পেয়ে শতাধিক পুলিশ মোতায়েন করা হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের গেটে।
অবরোধের সময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, ‘সাদা পোশাকে গ্রেপ্তার হওয়ার রাজনীতি এদেশে প্রথম নয়। গণমাধ্যমে সত্য কথা বলার কারণে, অনুসন্ধানী সাংবাদিকতা করার কারণে বিভিন্ন সময় সাংবাদিকদের হেনস্তা হতে হয়েছে; ওই সূত্রে সাংবাদিক শামস এখন কারাগারে। যুগের পর যুগ ধরে এদেশে সাংবাদিক হত্যা- নির্যাতন স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে। সাগর-রুনি হত্যার বিচার আজও পেলাম না আমরা। এদেশে বসবাসে জানমালের কোনো নিরাপত্তা নেই, আমরা কেউ স্বাধীন অনুভব করছি না।’
তাপসী দে প্রাপ্তি বলেন, ‘আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। আমরা রমজানে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করছি। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ক্ষুব্ধতার জায়গা থেকে অবরোধ করেছে। আমরা তাদেরকে ১৫ মিনিট সময় দিয়েছি। রজমান মাস, মানুষের দুর্ভোগ হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শান্তভাবে শেষ করে ক্যাম্পাসে প্রবেশ করবে। অবরোধ প্রত্যাহার করবে বলে শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন।’
এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা শাসসের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান।
পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন