রাজবাড়ী সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আলিমুদ্দিন মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে। 

গ্রেপ্তার আলিমুদ্দিন আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কেএম শাইখ আক্তার বলেন, ২৪ মার্চ এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু দমন নির্যাতন দমন আইনে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি আলিমুদ্দিনকে মাগুরার শ্রীপুর উপজেলার কোদালা গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।