- সারাদেশ
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা

ফাইল ছবি
বরগুনার বেতাগীতে অপহরণের পর এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১৪) আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ফাঁদে ফেলে তাকে অপহরণ ও ধর্ষণ করা হয় এমন অভিযোগ এনে শুক্রবার দুপুরে শিশুর বাবা বেতাগী থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার একমাত্র আসামি বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মিজানুর রহমান খান (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ওসি।
জানা গেছে, গত বুধবার বিকেল ৫টার দিকে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বেতাগী-কচুয়া ফেরিঘাট এলাকায় ডেকে অপহরণ করে মিজানুর তাঁর বাড়িতে নিয়ে যান। ৩২ ঘণ্টা আটক রেখে শিশুটিকে ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে ছেড়ে দেওয়ার পর ওই সময় কাওছার হোসেন নামে এক ব্যক্তি থানায় নিয়ে আসেন। থানার ওসি শিশুটিসহ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ অপরাধীর ঘর চিহ্নিত করার পর তিনি শিশুটির পরিধানের জামাকাপড় (আলামত) উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন