- সারাদেশ
- যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগ কর্মীদের বিরুদ্ধে
যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগ কর্মীদের বিরুদ্ধে

ফাইল ছবি
বরিশালের গৌরনদীতে যুবদল নেতা মো. নাসরুল খলিফার (৩৭) ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে যুবলীগের কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। রাতেই তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
নাসরুলের বড় ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা জানান, তাঁর ছোট ভাই নাসরুল খলিফা গৌরনদীর নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন মানিক খানের চায়ের দোকানে বসেছিলেন।
এ সময় কালনা গ্রামের খলিল খোন্দকারের ছেলে যুবলীগ কর্মী আলী আসগর খোন্দকারের নেতৃত্বে চার-পাঁচজন রামদা, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে তাঁকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে প্রায় আড়াই ঘণ্টা তাঁকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনেরা রাত ১২টার দিকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
শুক্রবার দুপুরে শামীম খলিফা জানান, নাসরুলের অবস্থা সংকটাপন্ন। তাঁর দেহে ৪০টির ওপর সেলাই লেগেছে। ইতোমধ্যে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কয়েক ব্যাগ প্রস্তুত রাখা আছে। তাঁকে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ কর্মী আলী আসগর খোন্দকার বলেন, বিএনপির নেতাকর্মীরা সভা করছে দেখে ছোট ভাইয়েরা সেখানে যায়। তাঁদের দেখে দৌড়ে পালিয়ে যায় সবাই। নাসরুলকে পেয়ে মারধর করেছে। তবে তিনি ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, আহত অবস্থায় নাসরুলকে পাওয়া গেছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। ঘটনার অনুসন্ধান অব্যাহত আছে।
মন্তব্য করুন