- সারাদেশ
- পচা ডাল বিতরণের অভিযোগ টিসিবি ডিলারের বিরুদ্ধে
পচা ডাল বিতরণের অভিযোগ টিসিবি ডিলারের বিরুদ্ধে

বিতরণ করা পচা ডাল। ছবি: সমকাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পচা ডাল বিতরণের অভিযোগ উঠেছে টিসিবির ডিলারের বিরুদ্ধে। আজ শুক্রবার উপজেলার শালমারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবির নিত্যপ্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার শালমারা ইউনিয়নে এসব পণ্য বিতরণ করা হচ্ছে। প্যাকেজ হিসেবে প্রত্যেক প্যাকেটে রয়েছে ১ কেজি বুট, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল। যার মূল্য ধরা হয়েছে ৪৭০ টাকা। ওই ইউনিয়ন পরিষদে ২ হাজার ৩৩ জন ভোক্তার মাঝে টিসিবির পণ্য বিতরণ করার কথা। তবে অভিযোগ উঠছে, ডিলার ভোক্তাদের মধ্যে পচা ডাল বিতরণ করেছেন।
খবর পেয়ে প্যানেল চেয়ারম্যান সনজীব হোসেন পলাশসহ কয়েকজন ইউপি সদস্য ঘটনাস্থলে যান এবং পণ্য বিতরণ বন্ধ করে দেন।
শাহ আলম প্রধান নামের এক ভোক্তা অভিযোগ করে বলেন, ডিলার শহিদুল ইসলাম সকালে টিসিবির পণ্য বিতরণ শুরু করেন। কিন্তু প্যাকেট খুলতেই মসুর ডাল থেকে পচা দুর্গন্ধ বের হয়।
এ বিষয়ে ডিলার শহিদুল ইসলাম বলেন, ‘কীভাবে এসব নিম্নমানের মসুর ডাল এসেছে তা আমার জানা নেই। তবে যেসব প্যাকেটে খারাপ ডাল পাওয়া হেছে, সেসব প্যাকেট বাছাই করে জেলা প্রশাসক কার্যালয়ে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে।’
ট্যাগ অফিসার রবিউল ইসলাম বলেন, বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান হয়। পরে মসুর ডাল বাদে প্যাকেজের অন্য পণ্য কার্ডধারী ভোক্তার মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি এবং জেলা প্রশাসককে জানানো হয়েছে। তবে মসুর ডাল বাদ রেখে ডিলারকে অন্য পণ্য বিতরণ করতে বলা হয়েছে।’
মন্তব্য করুন