- সারাদেশ
- গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রতীকী ছবি
সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে রোকসানা বেগম হাসি নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। হাসি একই গ্রামের খোরশেদ আকন্দের স্ত্রী।
জানা যায়, ১৮ বছর আগে বগুড়ার মালগ্রাম উত্তরপাড়ার ওসমান প্রামাণিকের মেয়ে হাসির সঙ্গে খোরশেদের বিয়ে হয়। ওই দম্পতির দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে খোরশেদ প্রতিবেশী এক নারী প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই ছিল। গত বুধবার বাগ্বিতণ্ডার এক পর্যায় হাসি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মন্তব্য করুন