- সারাদেশ
- শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলো ছাত্রী
শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলো ছাত্রী

প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রীকে বিয়ের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে সজীব আল মারুফ নামে এক শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলাটি করে। শিক্ষক সজীব উপজেলার হাজিরহাট এলাকার লাইফ লাইন স্কুলের শিক্ষক এবং উপজেলার মিয়াপাড়া এলাকার আবুল বারাকাতের ছেলে।
এজাহার থেকে জানা যায়, মেয়েটির সঙ্গে গত বছর সজীব কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২০২২ সালের ৪ মে ভুয়া কাবিননামা করে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সজীব। স্ত্রীর মর্যাদা দিতে চাপ দিলে কালক্ষেপণ করতে থাকে। এরই মধ্যে সজীব অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। খবর পেয়ে গত ২৩ মার্চ ছাত্রীটি কাবিননামা নিয়ে সজীবের বাড়িতে যায়। এ সময় সজীব ও তার স্বজনরা ছাত্রীটিকে মারধর করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লাইফ লাইন স্কুলের পরিচালক মিজানুর রহমান বলেন, ছাত্রীর সঙ্গে এমন জঘন্যতম ঘটনা মেনে নেওয়ার মতো নয়। ঘটনাটি প্রকাশ হওয়ার পর সজীবকে শিক্ষকের পদ থেকে অব্যাহতি দিয়েছেন তিনি।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, আদালতের নির্দেশনাটি তিনি এখনও হাতে পাননি।
মন্তব্য করুন