- সারাদেশ
- কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘মেহমানখানা’
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘মেহমানখানা’

ফাইল ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের রোজাদারদের জন্য চালু করা হয়েছে ‘মেহমানখানা’। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল হাসান রিয়েল সরকারের উদ্যোগে চালু হয়েছে এই মেহমানখানা। এর উদ্বোধন করা হয়েছে গত বুধবার। চলবে পবিত্র রমজান মাসব্যাপী।
যেসব রোজাদার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বাসার বাইরে ইফতার করেন বা পথিমধ্যে ইফতার করতে বাধ্য হন এমন ব্যক্তিদের জন্য খোলা হয়েছে এই মেহমানখানা। ব্যক্তিগত অর্থায়নে এই আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রিয়েল সরকার। এতে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ইমাম মেহেদী শ্যামল, উপ-প্রচার সম্পাদক আহমেদ ইমতিয়াজ ফয়সাল, ছাত্রলীগ নেতা হিমেল মাহমুদ, শান্ত, সাজ্জাদ, নাফিজ আহমেদ ইমন প্রমুখ।
শাখা ছাত্রলীগ সহসভাপতি ইমাম মেহেদী শ্যামল জানান, রোজাদারদের জন্য ব্যক্তিগত অর্থায়নে মেহমানখানার আয়োজন করেছেন সহসভাপতি রিয়েল সরকার।
বিশ্ববিদ্যালয়ের একাধিক গার্ডের সঙ্গে কথা হলে, তারা এ উদ্যোগের প্রশংসা করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রিয়েল সরকার বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা কোনো ইফতার মাহফিল না করে এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে চলবে।’
মন্তব্য করুন