- সারাদেশ
- সিলেটে বিএনপির প্যান্ডেল তৈরি করতে দেয়নি পুলিশ
সিলেটে বিএনপির প্যান্ডেল তৈরি করতে দেয়নি পুলিশ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির প্যান্ডেল নির্মাণকাজ পুলিশের বাধায় বন্ধ রয়েছে। শুক্রবারের ছবি - সমকাল
কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী অবস্থান কর্মসূচির জন্য প্যান্ডেল তৈরি করছিল সিলেট বিএনপি। কার্যক্রম শুরুর পরই তা আটকে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বাদ জুমা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নির্মাণাধীন প্যান্ডেলের কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে আজ শনিবার ওই স্থানেই কর্মসূচি পালনের বিষয়ে শক্ত অবস্থানে আছেন দলের নেতাকর্মীরা। এ অবস্থায় সম্ভাব্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নগরবাসী।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, পুলিশ অন্যায়ভাবে প্যান্ডেল নির্মাণকাজে বাধা দিয়েছে। গত ২৭ মার্চ লিখিতভাবে মহানগর পুলিশকে এ বিষয়ে অবহিত করা হয়। তখন নিষেধ করা হয়নি। এখন প্যান্ডেল নির্মাণ করতে দিচ্ছে না। অথচ একই জায়গায় এর আগে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। আমরা শহীদ মিনারেই কর্মসূচি পালন করব।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, কর্মসূচির বিষয়ে বিএনপি আগেই জানিয়েছিল। তবে এখন পরিবেশ-পরিস্থিতি বদলে গেছে। তাই তাদের শহীদ মিনারে কর্মসূচি না করে কোনো মিলনায়তনে আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। তাদের কর্মসূচি নিয়ে আমাদের আপত্তি নেই। শুধু উন্মুক্ত জায়গায় কর্মসূচি পালনে নিষেধ করা হয়েছে।
মন্তব্য করুন