- সারাদেশ
- চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু
চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

প্রতীকী ছবি
চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার ঘুষিতে মো. সালামত উল্যাহ (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সালামত উল্যাহ ওই বাড়ির রবিউল আলমের ছোট ছেলে।
অভিযুক্তর নাম মো. কাউসার হোসেন(২৫)। তিনি একই বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আলমগীর জানান, সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনে ভিটাতে বালু ভরাটের কাজ করছিলেন। ওই সময় তার বাড়ির সম্পর্কের চাচা কাউছার এসে জানতে চায় কেন বালু ভরাট করা হচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে বাগ বিতন্ডার এক পর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারেন। ঘুষির প্রচণ্ড আঘাতে সালামত মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে পরিবারের লোকজন হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক মো. তামিম বলেন, হাসপাতালে আসার আগেই সালামতের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন