আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নামের তালিকা করছেন, কাকে কখন গ্রেপ্তার করতে হবে সেই তালিকা করছেন। কিন্তু আপনাদের নামের তালিকা যে তৈরি হচ্ছে না তার কী গ্যারান্টি আছে? বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি ভালো না। দেখেন না বিএনপির প্রতিটি কর্মসূচিতে কীভাবে মানুষের ঢল বাড়ছে।’

বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে ফতুল্লার ভূইগড় এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আওয়ামী লীগ আমাদের শান্তির ছবক দেয়। অথচ তারা যখন বিরোধী দলে ছিলো সেই সময় আন্দোলনের নামে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে। অগ্নিসংযোগ করে বাস স্টেশন পুড়িয়েছিলো। এখন এই রমজান মাসে এসে তারা আমাদের শান্তির ছবক দেয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে নওগাঁয় বিএনপির ইফতার মঞ্চ ভাঙচুর করে গুড়িয়ে দিয়েছে। তাদের এই শান্তি সমাবেশ আমাদেরকে মুক্তিযুদ্ধের সময়কার শান্তি কমিটির কথা মনে করিয়ে দেয়। ১৯৭৪ সালের পার্বত্য অঞ্চলে যেমন শান্তিবাহিনী গঠন করেছিলো। বর্তমানে আওয়ামী লীগ কি সেই শান্তি বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে? যেখানে পুলিশের একাংশ সহায়তা করছে।’

তিনি আরও বলেন, ‘যারা খেলা হবে খেলা হবে বলে হুমকি দিচ্ছেন, তাদের উদ্দেশে বলি- খেলা ঠিকই হবে, কিন্তু সেই খেলার মাঠে আমরাই থাকবো. আপনারা দূর থেকে তা দেখবেন।’

জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএপি নেতা আজহারুল ইসলাম মান্নান, নজরুল ইসলাম আজাদসহ অনেকে।