স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা উন্নয়ন ও শেখ হাসিনার সঙ্গে আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ ও সাটুরিয়া উপেজলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

জাহিদ মালেক বলেন, যারা গ্রেনেড হামলা করে, সিরিজ বোমা হামলা করে, যারা বংলা ভাই সৃষ্টি করে, যারা অগ্নিসন্ত্রাস করে, দেশের মানুষ তাদের চায় না। তারা দেশের উন্নয়নের কথা ভাবে না। তাদের এখন একটাই ভাবনা কীভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যায়। 

শিক্ষকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের বইয়ের শিক্ষার পাশপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে, যাতে তারা সুন্দর চরিত্র গঠন করতে পারে। খেয়াল রাখতে হবে, কোনো শিক্ষার্থী যাতে খারাপ ব্যবহার না করে, সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়। আজ-কাল পত্র-পত্রিকায় দেখা যায়, ছোট ছোট ছেলেরা ‘কিশোর গ্যাং’ হয়ে গেছে। এসব বিষয়ে প্রত্যেক শিক্ষককে খেয়াল রাখতে হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করনে সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।