বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মাছ, মাংস শাকসবজি দাম বেড়েছে। চাল, তেলের দামও বাড়ছে নিয়মিত। দ্রব্যমূল্যের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ। এমন ব্যর্থতার দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

এ সময় সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কি করুম। আমরা ভাত, মাছ-মাংসের স্বাধীনতা চাই। এই সত্য কথা বলায় সাংবাদিক শামসুজ্জানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’

কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্ব করেন। মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি প্রমুখ।