- সারাদেশ
- আখাউড়ায় তিন সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৫
আখাউড়ায় তিন সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৫
-samakal-63e8bbc31194e-samakal-6428737b971cd.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে পৌর এলাকায় হামলার শিকার হন তাঁরা। এ ঘটনায় আহত রুবেল আহমেদ বাদী হয়ে থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
হামলার শিকার সাংবাদিকরা হলেন- হান্নান খাদেম, রুবেল আহমেদ ও জালাল হোসেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, শনিবার সকালে আখাউড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা। এ সময় সড়কে মোটরসাইকেল পার্কিং করায় তিনজনকে জরিমানা করা হয়। এর একটি মোটরসাইকেল ছিল সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়ার। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করায় আদালতের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি। অভিযানের সময় ওই তিন সাংবাদিকসহ কয়েকজন সেখানে ছিলেন।
বিকেল ৩টার দিকে একই এলাকার ফলের দোকানে যান হান্নান খাদেম, রুবেল আহমেদ ও জালাল হোসেন। সেখানে তাঁদের দেখতে পেয়ে ‘তোদের কারণে আমাকে জরিমানা করা হয়েছে’ বলে তেড়ে আসেন সোহাগ মিয়া। তাঁর নেতৃত্বে ৭ থেকে ৮ দুর্বৃত্ত ওই তিন সাংবাদিককে মারধর শুরু করে। এ সময় একজনের ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। পরে আশপাশের লোকজন তাঁদের রক্ষা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, সাংবাদিক রুবেল এ ব্যাপারে মামলা করলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন