- সারাদেশ
- দেশে গণতন্ত্র নাই, আলোচনা সভায় পেশাজীবী নেতারা
দেশে গণতন্ত্র নাই, আলোচনা সভায় পেশাজীবী নেতারা

সিলেটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, ভোটের অধিকার নাই, মানুষের কথা বলার স্বাধীনতা নাই।
শনিবার বিকেলে স্থানীয় হোটেল 'গ্র্যান্ড মোস্তফার' সেমিনার কক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর আয়োজনে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে পেশাজীবী নেতারা এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি দাবি করেন।
সিলেট বিএসপিপির সভাপতি প্রফেসর ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কাদের গনি চৌধুরী।
আলোচনায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইউম চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট এটিএম ফয়েজ, প্রফেসর ড. সাজেদুল করিম, কৃষিবিদ প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, কৃষিবিদ প্রফেসর ড. আতোয়ার রহমান, প্রফেসর শাহ মুহাম্মদ আতিকুল হক সাংবাদিক খালেদ আহমদ, প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল, অ্যাডভোকেট আশিক উদ্দিন, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, ডাক্তার শিব্বির আহমদ শিবলী, ডা. মাসুকুর রহমান চৌধুরী, প্রফেসর ডা. আকতার উদ্দিন, শিক্ষক নেতা লে. মনিরুল ইসলাম, ফরিদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এ দেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে জাতির প্রত্যাশা ছিল আমরা আমাদের সব অর্জন দেশে বিদেশে প্রতিফলিত করবো, দেশে বিদেশে সমাদৃত হবো। কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা যখন স্বাধীনতার ৫২ বছর পালন করছি, তখন বাংলাদেশ একটি অগণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বব্যাপি স্বীকৃত হলো।
কাদের গনি চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে সরকারের মধ্যে অস্থিরতা ততই বাড়ছে। বিরোধীদের মোকাবিলায় রাজনৈতিক কৌশলের দিক থেকে তারা এক ধরনের আত্মঘাতী পোড়ামাটি নীতি অনুসরণ করছে। তাই ভোটাধিকার, গণতন্ত্র ও মর্যাদা রক্ষায় আন্দোলন জোরদার করতে হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনের কড়া সমালোচনা করে তিনি বলেন, সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ভিন্নমত ও সরকারের সমালোচনা দমনে এই আইনের নজিরবিহীন অপপ্রয়োগ চলছে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন