- সারাদেশ
- লিফটের গর্তে পড়ে প্রাণ গেল শিশুর
লিফটের গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

ছবি-সংগৃহীত
লিফটের গর্তে জমা পানিতে ডুবে সাভারের আশুলিয়ায় প্রাণ গেছে ফাতেমা (৪) নামের এক শিশুর। রোববার দুপুরে পানধোয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
এলাকার মৃত মো. ফিরোজের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছিল ফাতেমা। সে মায়ের সঙ্গে থাকতো নানা নূরুল ইসলামের বাড়িতে। কিছুদিন আগেই ফিরোজ মারা যান বলে জানান তাঁদের আত্মীয় হাসনাহেনা নূপুর।
স্থানীয় সূত্র জানায়, রোজ কন্সট্রাকশন হোমস লিমিটেডের নির্মাণাধীন বহুতল ভবনটির ছাদ ঢালাই হয়েছে। তবে চারপাশ খোলা। ওই ভবনের লিফটের জন্য তৈরি গভীর গর্তটিও অরক্ষিত অবস্থায় ছিল।
হাসনাহেনা নূপুর বলেন, ওই হাউজিং কোম্পানির লোকজন সুরক্ষা ব্যবস্থা ছাড়াই অনেকদিন ধরে ভবনটি নির্মাণ করছে। তারা রাস্তা দখল করে রড, লোহা, পেরেক ফেলে রেখেছে। এর আগেও খেলতে গিয়ে লিফটের অরক্ষিত গর্তে পড়ে চার শিশু আহত হয়েছিল। বিষয়টি কোম্পানির লোকজনকে বারবার জানালেও তারা গুরুত্ব দেননি।
ওই এলাকার মো. নজরুল ইসলামের ভাষ্য, কয়েক দিনের বৃষ্টিতে লিফটের গর্তে পানি জমে। রোববার দুপুরে ওই ভবনের ভেতর খেলতে যায় ফাতেমা। পরে অসাবধানে গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
, এ দুর্ঘটনার পর পরই হাউজিং কোম্পানিটির লোকজন পালিয়ে যান। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। নিহত শিশুর পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন