- সারাদেশ
- ছাত্রলীগ কর্মীর কক্ষে মিললো ধারালো অস্ত্র
বরিশাল বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগ কর্মীর কক্ষে মিললো ধারালো অস্ত্র

বরিশাল বিশ্বদ্যিালয়ের (ববি) শেরে বাংলা হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। এ সময় হলের ৩০০৩ নম্বর কক্ষ থেকে দুটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
গত শনিবার দুই শিক্ষার্থীকে নির্যাতনের পর গতকাল রোববার গভীর রাতে এ অভিযান চালানো হয়। ছাত্রলীগের এক পক্ষের নেতা মহিউদ্দিন সিফাতের অনুসারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুম্মান হোসেন কক্ষটিতে থাকেন বলে জানা গেছে।
হলটির ২০০৬ নম্বর কক্ষেও তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে কিছু পাওয়া যায়নি। কক্ষটিতে তাহমিদ জামান নাভিদ থাকেন। জানা গেছে, তিনি মহিউদ্দিন সিফাতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করছেন। এরই জেরে প্রতিপক্ষ আলীম সালেহীর দুই অনুসারীকে শনিবার কক্ষটিতে আটকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। তাহমিদ ও তাঁর অনুসারীরা এতে জড়িত বলে অভিযোগ উঠেছে। যদিও তাহমিদ তা অস্বীকার করেছেন।
শেরে বাংলা হলের একাধিক শিক্ষার্থী জানান, হলে অভিযান চালানো খবর আগেই জানতে পেরে সটকে পড়েন তাহমিদ জামান। তাঁর কক্ষে থাকা অস্ত্রশস্ত্রও সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি তাঁদের।
হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, শনিবার রাতের ঘটনার পর হলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে কয়েকটি কক্ষে তল্লাশি চালানো হয়েছে। অস্ত্র উদ্ধারের পর তালাবদ্ধ করে দেওয়া হয়েছে ৩০০৩ নম্বর কক্ষটি।
জানা গেছে, শনিবার রাতে শেরে বাংলা হলে ছাত্রলীগের আলীম সালেহীর কর্মী রাজু মোল্লা ও সিফাত হাসানকে প্রথমে ২০০৬ নম্বর কক্ষে এবং পরে হলের মাঠে নিয়ে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে হলের প্রভোষ্ট দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠান।
মন্তব্য করুন