রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নয়ন ওরফে হেয়ারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে রেলস্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা রেলপথ থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান সমকালকে জানান, নয়ন ভবঘুরে স্বভাবের এবং রেলস্টেশন এলাকাতেই থাকতেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।