- সারাদেশ
- ইউপিডিএফ কর্মীর মৃত্যুতে আধাবেলা সড়ক অবরোধ
ইউপিডিএফ কর্মীর মৃত্যুতে আধাবেলা সড়ক অবরোধ

মানিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের কলেজিয়েট স্কুল সংলগ্ন এলাকায় বুধবার টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে ইউপিডিএফের কর্মীরা-সমকাল
মানিকছড়ি উপজেলায় গণপিটুনিতে ইউপিডিএফ কর্মীর মৃত্যুর ঘটনায় অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের ডাকে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল সকালে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি কলেজ ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ও গাছ সরিয়ে দেয়।
পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের কর্মীরা লক্ষ্মীছড়িগামী ৬টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল ভাঙচুর করে। চালক ও যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
গত ২ এপ্রিল হ্লাচিং মারমা (উষা) নামে এক ইউপিডিএফ কর্মী গণপিটুনিতে মারা যান।
মন্তব্য করুন