- সারাদেশ
- শাবি ছাত্রলীগ নেতাকে সব হলে নিষিদ্ধ করল প্রশাসন
শাবি ছাত্রলীগ নেতাকে সব হলে নিষিদ্ধ করল প্রশাসন

ইফতেখার আহমেদ রানা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রলীগ নেতাকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের সকল হলে প্রবেশ নিষিদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আবাসিক হলে নিষিদ্ধ ওই শিক্ষার্থীর নাম ইফতেখার আহমেদ রানা। তিনি শাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী এবং ওই বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে শাহপরাণ হলের ২৩৯ নম্বর কক্ষের বৈধ শিক্ষার্থী দেলোয়ার হোসেনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। দেলোয়ারের অভিযোগের ভিত্তিতে গত ১ মার্চ অভিযুক্ত সাদ্দাম হোসেন, আশিকুর রহমানকে শাহপরাণ হল থেকে বহিষ্কার করা হয়েছিল।
এ ছাড়া ওই ঘটনায় ইফতেখার আহামেদকে ওই হলে নিষিদ্ধ করা হয়েছিল। এবার তাকে সব হলে নিষিদ্ধ করা হলো।
মন্তব্য করুন