মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে এবার ঝড় তুললেন সাকিব আল হাসান। ইমরুল কায়েসের সেঞ্চুরি, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ইনিংসের পর বাঁহাতি ব্যাটারের ঝড়ে ৭ উইকেটে ৩৪৮ রান করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

সাকিবের আজ থাকার কথা ছিল, মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পঞ্চম দিনের খেলায়। চতুর্থ দিনে খেলা শেষ হওয়ার কারণে আজ মোহামেডানের জার্সিতে নেমে গেছেন তিনি। এবারের মৌসুমে এটি সাকিবের দ্বিতীয় ম্যাচ। এর আগে ৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টি খেলে রাতে ঢাকা ফিরে পরদিন শেখ জামালের বিপক্ষে খেলেন সাকিব। ওই ম্যাচে ৯ বল খেলে করেন মাত্র ৫ রান।

সাভারের বিকেএসপিতে শনিবার সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচে আজ সাকিব নামেন সাত নম্বরে, ইনিংসের ৪৪তম ওভারে। চার ছক্কার ফুলঝুরিতে ১৬২.৫০ স্ট্রাইক রেটে ১৬ বলে ২৬ রান করেন সাকিব। রায়ান রাফসানের স্পিনে ফেরার আগের ইনিংসটি সাকিব সাজিয়েছেন ২ চার ও ১ ছয়ের সৌজন্যে।

সাকিব নামার আগে মোহামেডানের রানের চাকা সচল রাখেন অধিনায়ক ইমরুল কায়েস। ৪৪তম ওভারে ১২১ বলে ১১৪ রানে স্বেচ্ছা অবসর নেন তিনি। ইনিংসটিতে ১০টি চারের সঙ্গে ছিল ৩টি ছয়। লিস্ট এ ক্যারিয়ারে এটি তার ১২তম সেঞ্চুরি। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের ৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান ছিল অসাধারণ। মাহিদুল ইসলাম অঙ্কন ৫২ বলে ২ চার ও ৪ ছয়ে ৬৫ রান করেন।

৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় মোহামেডান ৮ নম্বরে। ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে সিটি ক্লাব।