রাজধানীর কদমতলীতে প্রতিবেশীর বাসা থেকে লতিফা বিনতে মাহবুব (৩৪) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

কদমতলীর দক্ষিণ দনিয়ার মিনাবাগ এলাকার মাহবুবুর রহমানের মেয়ে লতিফা। তিনি মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত ছিলেন। 

প্রতিবেশী মোতালেব হোসেন জানান, তার ও মাহবুবুর রহমানের বাসা পাশাপাশি। ৭ বছর আগে লতিফার বিয়ে হয়েছিল। পরে বিচ্ছেদ ঘটে। বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এ ছাড়া জমির মালিকানা নিয়ে তাঁর বাবা-চাচাদের মধ্যে বিরোধ চলছিল।

এদিকে জমির বিষয়ে আলাপ করতে রোববার মোতালেবের বাসায় যান লতিফা। রাতে তিনি মোতালেবের বাসায়ই ছিলেন। সকালে ডাক দিয়ে তার সাড়া পাচ্ছিলেন না। পরে ঘরে ঢুকে মোতালেব ও তার স্ত্রী দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন লতিফা। বেঁচে আছেন ভেবে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, কক্ষের বন্ধ দরজা শাবল দিয়ে ভেঙে লতিফার ঝুলন্ত নিথর দেহ পাওয়ার দাবি করেছেন মোতালেব হোসেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।