চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত কালু মিয়া ওরফে কালু (৭৮) আনোয়ারার বারকাত দক্ষিণ পাড়ার বাসিন্দা। ২০২২ সালের ১৬ মে থেকে তিনি অস্ত্র মামলায় ১০ বছর দণ্ডপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহীম সমকালকে বলেন, সোমবার বিকেলে কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন কালু মিয়া। তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কর্ণফুলী থানার অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন মো. কালু মিয়া। ২০২২ সালের ১৬ মে থেকে কারাগারে ছিলেন। অসুস্থ থাকায় গত বছরের ২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ডেপুটি জেলার বলেন, আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার স্বজনদের কাছে কালু মিয়ার মরদেহ হস্তান্তর করা হবে।