ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা (১ হাজার ১৮০ কেজি) চাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা হয়েছে। 

জানা গেছে, উপজেলার জুগলী ইউনিয়নের গামারীতলা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদের খবর পায় স্থানীয় প্রশাসন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪০ বস্তা চাল জব্দ করে। ওই ৪০ বস্তায় ১ হাজার ১৮০ কেজি চাল পাওয়া যায়। আর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ব্যবসায়ী জাহাঙ্গীর। 

এ ঘটনায় মঙ্গলবার ট্যাগ অফিসার রতন দাস বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া ঘটনা তদন্তে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হালুয়াঘাট থানার ওসি মো. শাহীনুজ্জামান খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান বলেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।