- সারাদেশ
- ছাত্রলীগে যুক্ত হলো নতুন ৮ পদ, কমতে পারে সহসম্পাদক সদস্যের সংখ্যা
ছাত্রলীগে যুক্ত হলো নতুন ৮ পদ, কমতে পারে সহসম্পাদক সদস্যের সংখ্যা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নতুন আটটি সম্পাদকীয় পদ যুক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন পদগুলো হলো- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে সম্পাদকীয় পদগুলো সংযুক্ত করা হয়েছে।
যেহেতু নতুন আটটি পদ যুক্ত হলের মূল কমিটির আকার বাড়ছে না। সেক্ষেত্রে সহ-সম্পাদক, সদস্য এবং অন্যান্য উপ-সম্পাদক থেকে আটটি পদ কমানো হতে পারে।
প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ৩০১ সদস্যের। এরমধ্যে সহ-সম্পাদকের পদ ৪৭ টি এবং ১৩৭ জন উপ-সম্পাদক ও সদস্য নির্বাচিতের উল্লেখ রয়েছে সংগঠনটির গঠনতন্ত্রে।
মন্তব্য করুন