ঈদের পর সরকারি অফিস আগের নিয়ম, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই প্রজ্ঞাপনে ঈদ উপলক্ষে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঈদুল ফিতরের পর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

এতে আরও বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে।

এ ছড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।