ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রপতির বিদায়ের আগে বঙ্গভবনে ৪৮৯ হাওরবাসী

রাষ্ট্রপতির বিদায়ের আগে বঙ্গভবনে ৪৮৯ হাওরবাসী

ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:২৮

রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। গত ১০ বছরে রাষ্ট্রপতির নিজ এলাকা কিশোরগঞ্জের শত শত মানুষ বঙ্গভবন দেখেছেন। রাষ্ট্রপতি ভবনের খাবার গ্রহণ করেছেন। তবে ১০ দিন পরই তাঁরা অবারিত সেই সুযোগ আর পাবেন না। তাই শেষবারের মতো বঙ্গভবন ঘুরে গেলেন ৪৮৯ হাওরবাসী।

রাষ্ট্রপতি আবদুল হামিদের সাবেক সংসদীয় আসনের ৩ হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের ৪৮৯ বিশিষ্টজন পালাক্রমে এ সফরে অংশ নেন। তিন উপজেলার জন্য আলাদা দিন নির্ধারণ করা হয়েছিল। এর আগে তাঁরা সবাই করোনার নমুনা পরীক্ষা করান।

কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গত সোমবার বঙ্গভবনে যাওয়ার দিন ছিল ইটনার বিশিষ্টজনের। এজন্য ৯ এপ্রিল ওই এলাকার ১৮২ জন নমুনা পরীক্ষা করান। সবার রিপোর্টই নেগেটিভ আসে।

এ ছাড়া মঙ্গলবার অষ্টগ্রামের ১৬১ জন এবং বুধবার মিঠামইনের ১৪৬ জন বঙ্গভবনে যান। তাঁদের সবার আগের দিনের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে।

আরও পড়ুন

×