বিগত বছরের ধারাবাহিকতায় এবারও বাঙালির ঐতিহ্যের বাহক নতুন বছরকে বরণ করে নিচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার ১৪ এপ্রিল এ বণার্ঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

বেশকিছু নতুন চমক নিয়ে প্রস্তুত থাকছেন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা এবং সংগঠনের সদস্যদের নানা রকম ঐতিহ্যবাহী পরিবেশনা। 

এ উৎসবকে কেন্দ্র করে কাম্পাসজুড়ে চলছে প্রস্তুতিমূলক প্রচারণা। পাশাপাশি শিক্ষার্থীরা ক্যাম্পাসকে সাজিয়ে তুলছেন নতুন এক সাজে। 

বাঙালির হাজার বছরের ঐতিহ্যের মিলনমেলায় রঙিন এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম, উপ-উপাচার্য ড.এম ইসমাইল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের বর্তমান ফ্যাকাল্টি অ্যাডভাইজার মিস মুশাররাত হোসেন বলেন, আশা করছি সবাই মিলে একটি অসাধারণ বৈশাখ আয়োজন করতে পারবো। তিনি এই ধারাকে প্রতি বছর অব্যাহত রাখার আহ্বান জানান।

বর্ষবরণের প্রস্তুতি নিয়ে নর্থসাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠরের সাধারণ সম্পাদক ফারিহা জারিন ঐশী বলেন, বাংলার চিরায়ত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ। তারই ধারাবাহিকতায় এবার সকল সদস্যের অংশগ্রহণে আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দিতে পারবো বলে আশা করছি। বিজ্ঞপ্তি