- সারাদেশ
- রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাউদ
রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাউদ

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে এ পদে নিয়োগ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি তার দায়িত্বে যোগদান করেন। এর আগে এদিন ছাত্র উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন এম তারেক নূর। প্রশাসনের একটি সূত্র জানায়, ছাত্র উপদেষ্টা তারেক নূরের কর্মকাণ্ডে প্রশাসন অসন্তুষ্ট ছিল। তার বেশকিছু বিতর্কিত কর্মকাণ্ড প্রশাসনকে বিব্রত করেছে। সেজন্য প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। তিনি ২০২১ সালের ২৯ এপ্রিল ছাত্র উপদেষ্টা পদে দায়িত্ব পান।
দায়িত্ব গ্রহণের পর নতুন ছাত্র উপদেষ্টা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, ড. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্যসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন