সাভারের আশুলিয়ায় অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পরিবহনের সময় দুজনকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ২৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। শুক্রবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়। 

শনিবার দুপুরে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের মো. কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভোবে অ্যাম্বুলেন্সে ফেনসিডিল ঢাকায় নিয়ে আসতেন। পরে তা ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।