গোপালগঞ্জে মুকসুদপুর এবং কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ ইফতারের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জোয়ারে দেশ নাকি আমেরিকার, জাপানে পরিণত হয়েছে? তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিচ্ছে না কেন? সেই নির্বাচনে গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রার্থীদের জামানত থাকবে না। এই অঞ্চলের জনগণ তাদের অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ। সুযোগ পেলে আওয়ামী লীগকে লাল কার্ড দেখাতে প্রস্তুত তারা। 

তিনি আরও বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই। যতই ছলচাতুরী করুক তারা আর মসনদ রক্ষা করতে পারবে না। তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন শুরু করেছেন তাতে সাধারণ মানুষ সমর্থন দিয়েছেন। জনগণ রাস্তায় নেমে এসেছেন। এখন একটা জোরে ধাক্কা দিতে হবে।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলুল কবির দারা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, কাশিয়ানী উপজেলা বিএনপির আহবায়ক বাবু শংকর মিত্র, সদস্যসচিব গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল, সদস্যসচিব আরিফুল ইসলাম পাভেল প্রমুখ।