- সারাদেশ
- বকেয়া বেতন না পেয়ে আধাঘণ্টা উড়াল সড়ক অবরোধ
বকেয়া বেতন না পেয়ে আধাঘণ্টা উড়াল সড়ক অবরোধ

বকেয়া বেতন দেওয়ার দাবিতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের শ্রমিকরা গাজীপুরের টঙ্গীতে আধাঘণ্টার জন্য অবরোধ করেছিলেন উড়াল সড়ক। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মধুমিতা এলাকায় শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় টঙ্গী-উত্তরা উড়াল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে ১০টার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রায় ১৫০ থেকে ২০০ শ্রমিক বিআরটি প্রকল্পে সাব-কন্ট্রাক্টে কর্মরত। তাঁদের বেতন দেওয়ার শর্ত হিসেবে দ্রুত কাজ করানো হয়। তবে দিন-রাত হাড়ভাঙা শ্রম দিয়ে কাজ শেষ করেও বেতন পাননি। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন শ্রমিকরা।
জানা গেছে, সোমবার সকালে কাজে যোগ দিয়ে কর্মকর্তাদের কাছে বেতন দাবি করেন শ্রমিকরা। বেতন না পেয়ে উত্তেজিত শ্রমিকরা মধুমিতা এলাকায় শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে উড়াল সড়কে অবস্থান নেন। তাঁরা ভারী লোহার পাত, টিন ও ভাঙাড়ি লোহা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে আধাঘণ্টা ধরে সেখান দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি স্বীকার করে বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম খান বলেন, ১৫ এপ্রিল শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকে একটি সমস্যা হওয়ায় তাঁদের অ্যাকাউন্টে বেতন ঢুকেনি। তাই উত্তেজিত হয়ে উঠেন শ্রমিকরা। পরে তাঁদের সঙ্গে কথা হয়েছে। দুই-এক দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শ্রমিকদের অবরোধের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁরা বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তাঁরা মঙ্গলবারের (আজ) মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এর পরই উড়াল সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
মন্তব্য করুন