- সারাদেশ
- পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু
পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু

ছবি: সমকাল
পবিত্র ঈদুল ফিতরে দক্ষিণবঙ্গগামী ২১ জেলার যাত্রীবাহী মোটরসাইকেল পারাপার শুরু হয়েছে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে। মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ১৬৯টি মোটরসাইকেল এবং চালক ও আরোহী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটে ছেড়ে যায় ফেরি কলমিলতা।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন সমকালকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ৩ ঘণ্টা পরপর দুটি মিডিয়াম ফেরি কুঞ্জলতা ও কলমিলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। প্রতিটি মোটরসাইকেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
তিনি আরও জানান, ফেরি কলমিলতা ১৬৯ মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট থেকে প্রথম ফেরি সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ছেড়ে যায়। শিমুলিয়া ঘাট এলাকায় শতাধিকের মত মোটরসাইকেল রয়েছে পারাপারের অপেক্ষায়।
জামাল হোসেন বলেন, চলাচলের জন্য শিমুলিয়ার পুরাতন ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করছি। চাপ বাড়লে পরে ফেরির সংখ্যা বাড়ানো হতে পারে। ঈদের পর চাহিদা অনুযায়ী ফেরি সার্ভিস চালু রাখা হবে।
এদিকে ঈদে মোটরসাইকেল আরোহীদের পারাপারে বিআইডব্লিউটিসির আবেদনের প্রেক্ষিতে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মধ্য দিয়ে ফেরি চালানোর অনাপত্তি প্রদান করেছে সেতু কর্তৃপক্ষ।
মন্তব্য করুন