পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়। সকাল সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলে। এতে ২৬১টি মোটরসাইকেল পারাপার হয় বলে জানা যায়। তবে ঈদ যাত্রায় ঘাটে মোটরসাইকেলের সংখ্যা বাড়লে ফেরিও বাড়বে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) এসএম আতিকুজ্জামান সমকালকে বলেন, এ নৌপথে যাত্রী ও মোটরসাইকেল পারাপারের জন্য কে-টাইপ ফেরি কলমিলতা ও কুঞ্জলতা রয়েছে। মঙ্গলবার সকালে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা শিমুলিয়া ঘাট থেকে রওনা হয়। সোয়া এক ঘণ্টার মধ্যে ফেরিটি নিরাপদে মাঝিকান্দি ঘাটে পৌঁছায়। সেখান থেকে ৫টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি আবারও শিমুলিয়া ঘাটে আসে। সকাল ৯টার দিকে ৮৭টি মোটরসাইকেল নিয়ে কুঞ্জলতা ফেরিটি মাঝিরকান্দি ঘাটে পৌঁছায়।

বিআইডাব্লিউটিসির এই কর্মকর্তা আরও জানান, ফেরি চলার প্রথম দিনেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বুধবার থেকে সরকারি ছুটি শুরু। ধারণা করা হচ্ছে, এ নৌপথে মোটরসাইকেলের সংখ্যা আরও বাড়বে। বর্তমানে দুটি ফেরি দুই ঘাট থেকে তিন ঘণ্টা পরপর ছাড়া হচ্ছে। মোটরসাইকেলের চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে। 

ঘাট সূত্রে জানা যায়, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে ৪ নম্বর ভিআইপি ঘাট দিয়ে ফেরি চলবে। ফেরিতে মোটরসাইকেল পারাপারে ১৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার অব্যাহত থাকবে।