- সারাদেশ
- ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর সাভার গণস্বাস্থ্য কেন্দ্র, দেশের সব উপকেন্দ্র ও ধানমন্ডি নগর হাসপাতালে এ দোয়া অনুষ্ঠিত হয়।
ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে মেজর এটিএম হায়দার বীরউত্তম মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবুল কাশেম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরীর কন্যা বৃষ্টি চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরী, ভাই কর্নেল (অব.) নাসির উদ্দিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরী, বোন অধ্যাপক আলেয়া চৌধুরী, খালেদা মোরশেদ মিনু, সেলিনা চৌধুরী মিলি, তাঁর প্রধান চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মেজবাহ উদ্দীন, অধ্যাপক ডা. এনামুল হক, অধ্যাপক ডা. আকরাম হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার, ডায়ালাইসিস সেন্টারের পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মহশীন উদ্দিন আহম্মেদ, নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক বদরুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, অধ্যাপক ডা. শাহরিয়ার সাবেত, পরিচালক অধ্যাপক ডা. শওকত আরমান, অধ্যাপক ডা. কোরাইশী প্রমুখ।
মন্তব্য করুন