- সারাদেশ
- ‘আর্ট’-এ ১৫% ছাড়
‘আর্ট’-এ ১৫% ছাড়

ঈদের কেনাকাটায় ফ্যাশন প্রিয়জনদের জন্য সুখবর নিয়ে এলো দেশীয় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘আর্ট’। ‘আর্ট’র ওয়েবসাইট থেকে যে কোনো পণ্য কিনে এখন পেমেন্ট করা যাবে বিকাশেই। আর বিকাশ পেমেন্ট করলেই কাস্টমাররা পাবেন যে কোনো পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়!
আর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশের সব ব্র্যান্ড শপিংমলে মোট ২১টি শোরুম আছে তাদের। ঢাকার যমুনা ফিউচার থেকে চট্টগ্রামের সানমার কিংবা নিউমার্কেট। কক্সবাজার থেকে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালেও আর্টের শোরুম আছে।
আসন্ন ঈদ উপলক্ষে নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে– পাঞ্জাবি, ফুল হাতা শার্ট, ফুল হাতা টি-শার্ট, পোলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, লুঙ্গি মেয়েদের কামিজসহ বিভিন্ন ডিজাইনের কাপড়।
মন্তব্য করুন