- সারাদেশ
- ফরিদপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ১, আহত ৫
ফরিদপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ১, আহত ৫
-samakal-643f7b4e8e8b4.jpg)
প্রতীকী ছবি
ফরিদপুরের নগরকান্দায় পিকআপ ভ্যান উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার ডাংগী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং ৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানান, উপজেলার ডাংগী বাজারে পিকআপ ভ্যান উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন