- সারাদেশ
- চমেক হাসপাতাল থেকে ওষুধ চুরি, গ্রেপ্তার অফিস সহায়ক
চমেক হাসপাতাল থেকে ওষুধ চুরি, গ্রেপ্তার অফিস সহায়ক

গ্রেপ্তার রতন দত্ত - সমকাল
রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি বিনামূল্যের ওষুধ চুরির সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অফিস সহায়ক রতন দত্তকে (৫৮) হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রতন দত্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়দা তালুকদা বাড়ির প্রয়াত বেনীমাধব দত্তের ছেলে। তিনি হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডে অফিস সহায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সমকালকে বলেন, রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি বিনামূল্যের ওষুধ চুরি করে নিয়ে যাচ্ছেন গাইনি ওয়ার্ডে কর্মরত অফিস সহায়ক রতন দত্ত- এমন গোপন সংবাদ ছিল আমাদের কাছে। তারই পরিপ্রেক্ষিতে চুরি করা ওষুধসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বিনামূল্যের এসব ওষুধ বাইরে টাকার বিনিময়ে বিক্রি করতেই তিনি চুরি করেছিলেন।
এসআই নুরুল আলম আশেক বলেন, গ্রেপ্তার রতন দত্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। ওষুধ চুরির সঙ্গে রতনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই।
মন্তব্য করুন