- সারাদেশ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত আসামি খালেদ গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত আসামি খালেদ গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজা পাওয়া আসামি খালেদ মঞ্জুর রোমেলকে (৪২) সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি সদর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সিরাজগঞ্জ শাহাজাদপুর থানার বেল তৈল এলাকায় অভিযান চালিয়ে খালেদকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার ওই হামলার ঘটনায় দু'টি মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন এবং ৪৪ জনকে সাত বছর করে কারাদণ্ড দেন সাতক্ষীরার আদালত। এতে পলাতক খালেদ মঞ্জুরকে ৭ বছর সাজা দেওয়া হয়।
মন্তব্য করুন