রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুর রহিম লালমনিরহাটের আফজালনগর এলাকার নূরুল ইসলামের ছেলে। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, তিস্তা সেতুর ৪ নম্বর গার্ডারের নিচে পানিতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহটি দেখেন পাঞ্জরভাঙ্গা গ্রামের নৌকার মাঝি রশিদুল ইসলাম। তিনি খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে কাউনিয়ার বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, আব্দুর রহিম ঈদের নামাজ শেষে বাড়িতে খাওয়াদাওয়া করে তিস্তা সেতু এলাকায় বেড়াতে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে খোঁজখবর করে তাকে না পেয়ে বিভিন্ন যানবাহন ও দর্শনীয় স্থানে পোস্টার লাগান।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন।