- সারাদেশ
- গর্তের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
গর্তের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুদের নাম মাহাদি (৬) ও ফারাবি (৬)। তারা উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মমিন (আলসিয়া পাড়া) গ্রামের সাজিদুল ইসলাম সাজু ও সোহাগ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বাড়ির পাশে একটি জমি থেকে মাটি কাটায় সেখানে গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সেই গর্তে পানি জমে যায়। মঙ্গলবার মাহাদি ও ফারাবি খেলতে গিয়ে ওই গর্তের পানিতে ডুবে মারা যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর ওই গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
মন্তব্য করুন