- সারাদেশ
- রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

প্রতীকী ছবি
রাজধানীর শাহজাদপুর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম সদরুল হক (২৮)। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
সদরুল হক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) খিলগাঁও কার্যালয়ে আউট সোর্সিংয়ে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের শ্যালক মামুনুর রশীদ জানান, স্ত্রী মাকসুদা আক্তারকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকায় থাকতেন সদরুল। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। তিনি খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ে ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। ভারতে চিকিৎসার পাশাপাশি বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার জন্য সস্ত্রীক ভিসার আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার সেই ভিসা আনতে ভাটারা এলাকায় ভারতীয় ভিসা সেন্টারে যান। সেখান থেকে খিলগাঁওয়ের কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সদরুল হকের সহকর্মী মমিনুর রহমান জানান, দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন, সদরুল বসে ছিলেন তার পেছনে। বিকেল চারটার দিকে শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় ভিক্টর পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান সদরুল। বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উত্তর বাড্ডার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সোয়া পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন