জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চেয়েছিলেন এক তরুণী। ফোন পেয়ে ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লি থেকে ১৯ বছরের ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাঁকে তাঁর অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। এর আগে সোমবার রাতে তাঁকে উদ্ধারের পর অভিভাবককে খবর দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।

ওসি জলিল জানান, ভুক্তভোগী তরুণীর বাড়ি বান্দরবানের লামা থানার আম্বার ব্যাপারীপাড়ায়। চাকরির প্রলোভন দেখিয়ে দুই মাস আগে তাঁকে ওই যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছিল একটি দালাল চক্র। সুযোগ পেয়ে নিজেকে বাঁচাতে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধারের অনুরোধ জানান তিনি। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।