চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হোরারপাড়ার মৃদ্যু বৈদ্যের ছেলে রাজীব বৈদ্য ও রাঙ্গুনিয়ার নটুয়া টিলা এলাকার স্বপন দাসের ছেলে শুভ দাস।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকাল থেকে তারা ওয়ার্ডের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। চিকিৎসার ব্যবস্থা করাসহ নানা উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে রোগীদের নানাভাবে হয়রানি করতেন তারা। কৌশলে আদায় করতেন টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।