নড়াইলের লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মধুমতি সেতুর ডিভাইডারে সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রাকেশ গাইন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে প্রীতম বিশ্বাস নামের আরেক যুবক আহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নড়াইল পৌরসভার বাশভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে রাকেশ গাইন ও হরিদাস বিশ্বাসের ছেলে প্রীতম বিশ্বাস বুধবার মোটরসাইকেল যোগে মধুমতি সেতুতে বেড়াতে যান। সন্ধ্যার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশ গাইনকে মৃত ঘোষণা করেন। আহত প্রীতমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।