- সারাদেশ
- শত্রুতার বিষে মরল ৮ লাখ টাকার মাছ
শত্রুতার বিষে মরল ৮ লাখ টাকার মাছ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি নূরনগর গ্রামে পুকুরে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৎস্যচাষি বজলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
মৎস্যচাষি বজলুর রহমান জানান, তিন মাস আগে আড়ানি ইউনিয়নের ঝিনা ভাটার দক্ষিণ পাশের পুকুরে সাড়ে ৪ লাখ টাকার বিভিন্ন জাতের ৪২ মণ পোনা ছাড়েন। এর মধ্যে ছিল– রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ইত্যাদি। প্রতিটি পোনা মাছের গড় ওজন ছিল ৮০০ গ্রাম। সব মিলিয়ে পুকুরে ৬০ থেকে ৭০ মণ মাছ ছিল।
আজ সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাঁকে খবর দেয়। সেখানে গিয়ে পুকুরে তরলজাতীয় বিষের গন্ধ পান। ভেসে ওঠা মাছ যে যার মতো পেরেছে ধরে নিয়েছে। এর মধ্যে কিছু মাছ ৭৭ হাজার ৭৯০ টাকায় স্থানীয় আড়তে বিক্রি করেছেন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি বজলুর রহমান থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন