
শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯৩২–২১ এপ্রিল ২০২১)
শঙ্খ ঘোষ শক্তিমান বাঙালি কবি, গদ্যশিল্পী ও সাহিত্য-সমালোচক। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি দুই বাংলার সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় কবিদের অন্যতম। শঙ্খ ঘোষ বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাঁকে কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরি মনে করা হয়। ‘দিনগুলি রাতগুলি’, ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
শঙ্খ ঘোষ প্রাথমিক ভাবে ‘কবি’ রূপে পরিচিত হলেও তার গদ্য রচনা বিপুলসংখ্যক। তিনি কবিতা এবং গদ্য মিলিয়ে কাজ করেছেন। তিনি এক বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন ,‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’, ‘এ আমির আবরণ’, ‘কালের মাত্রা ও রবীন্দ্রনাটক’, ‘ছন্দের বারান্দা’ আর ‘দামিনির গান’ তাঁর উল্লেখযোগ্য রবীন্দ্রবিষয়ক গ্রন্থ। ‘শব্দ আর সত্য’, ‘উর্বশীর হাসি’, ‘এখন সব অলীক’ তার অন্য উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ।
বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তাঁর গদ্যগ্রন্থ “বটপাকুড়ের ফেনা” ২০১৬ সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি– মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। তিনি শঙ্খ ঘোষ নামে অধিক পরিচিত হলেও তাঁকে অন্য নামও গ্রহণ করতে দেখা যায়। কুন্তক, শুভময়– এ দুটি ছদ্মনামেও লিখেছেন তিনি।
নিচে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থ থেকে নাম-কবিতাটি পত্রস্থ হলো।
বাবরের প্রার্থনা
এই তো জানু পেতে বসেছি, পশ্চিম
আজ বসন্তের শূন্য হাত–
ধ্বংস করে দাও আমাকে যদি চাও
আমার সন্ততি স্বপ্নে থাক।
কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন
কোথায় কুরে খায় গোপন ক্ষয়!
চোখের কোণে এই সমূহ পরাভব
বিষায় ফুসফুস ধমনী শিরা!
জাগাও শহরের প্রান্তে প্রান্তরে
ধুসর শূন্যের আজান গান;
পাথর করে দাও আমাকে নিশ্চল
আমার সন্ততি স্বপ্নে থাক।
না কি এ শরীরের পাপের বীজাণুতে
কোনোই ত্রাণ নেই ভবিষ্যের?
আমারই বর্বর জয়ের উল্লাসে
মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?
না কি এ প্রাসাদের আলোর ঝলসানি
পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়
এবং শরীরের ভিতরে বাসা গড়ে
লক্ষ নির্বোধ পতঙ্গের?
আমারই হাতে এত দিয়েছ সম্ভার
জীর্ণ করে ওকে কোথায় নেবে?
ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর
আমার সন্ততি স্বপ্নে থাক।
প্রশ্ন
১. শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী?
২. দামিনির গান
কী ধরনের গ্রন্থ?
৩. বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি কোন পুরস্কার পান?
কুইজ ৯৪–এর উত্তর
১. ভাইমার ক্ল্যাসিসিজম আন্দোলন
২. শিলার
৩. পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে
গত সংখ্যার বিজয়ী
সিমরাহ্ জাহান
মিতালীভবন, চৌমাথা,বরিশাল সদর
মুহাম্মাদ মিজানুর রহমান
ওয়াসা স্টাফ কোয়াটার, রূপনগর,ঢাকা
নিয়ম
পাঠক, কুইজে অংশ নিতে আপনার উত্তর পাঠিয়ে দিন সোমবারের মধ্যে কালের খেয়ার ঠিকানায়। পরবর্তী কুইজে প্রথম তিন বিজয়ীর নাম প্রকাশ করা হবে। বিজয়ীর ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার।
মন্তব্য করুন