- সারাদেশ
- স্বাস্থ্য কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ মেয়রের বিরুদ্ধে
স্বাস্থ্য কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ মেয়রের বিরুদ্ধে

মেয়র হাবিবুর রহমান হাবিব
জয়পুরহাটের পাঁচবিবিতে সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মেয়র হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ঘটনার পর স্বাস্থ্য কর্মকর্তার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জনপ্রতিনিধি জানান, গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভা করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী বলেন, ‘সভায় আমাকে হেয় করা হয়। এ রকম চললে আমি সভা বয়কট করব।’
অভিযোগ উঠেছে, এ বক্তব্য দেওয়ার পর মেহেদীকে পৌর মেয়র গালাগাল করেন। এক পর্যায়ে তিনি নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে তাঁকে বসিয়ে দেন। এরপর মেহেদী আসন ত্যাগ করে চলে যেতে চান।
এ বিষয়ে শনিবার মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমি তাঁকে চেয়ারে বসতে বলেছি। তাঁকে লাঞ্ছিত বা ধাক্কা মারিনি। এ বিষয়টি নিয়ে অন্য একপক্ষ প্রপাগান্ডা ছড়াচ্ছে।’
সভার পর শুক্রবার ফেসবুকে বিভিন্ন ব্যক্তির আইডি থেকে স্বাস্থ্য কর্মকর্তা মেহেদীর আপত্তিকর কিছু ছবি ও ভিডিও ছাড়া হয়েছে। সেগুলো পরে ভাইরাল হয়। এ নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী বলেন, উপজেলা পরিষদের সভায় তাঁকে হেয় করে কথা বলা হয়েছে। এ কারণে সভা বয়কট করে চলে আসার সময় মেয়র তাঁকে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দেন। সবার সামনে লাঞ্ছিত করেছেন। ছবি ও ভিডিওর বিষয়ে তিনি বলেন, এগুলো আগের ঘটনা, যা একান্তই ব্যক্তিগত বিষয়।
মন্তব্য করুন