শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। শনিবার সকালে সদর উপজেলার চরভাবনা গ্রামে স্বামীর বাড়ী থেকে গৃহবধূ আসমা আক্তারের (৪২) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি হরিনধরা গ্রামের আজিজল মিয়ার মেয়ে। 

অভিযোগ রয়েছে, দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারের কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী আনিস মিয়া। ওই টাকা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শুক্রবার রাতে স্ত্রীকে বেদম মারধর করেন আনিস। একপর্যায়ে আসমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আনিস হত্যার ঘটনা ধামাচাপা দিতে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। পুলিশ শনিবার ভোরে মরদেহ উদ্ধার ও আনিসকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আনিস স্ত্রী হত্যার কথা স্বীকার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে আসমা আক্তারের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর স্বামী হত্যার দায় স্বীকার করেছেন।