- সারাদেশ
- গৌরনদীতে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত
গৌরনদীতে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

ফাইল ছবি
বরিশালের গৌরনদীতে বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড সংলগ্ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের নাম মোহরজান বেগম (৬৫)। তিনি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার পশ্চিম রাংতা গ্রামের মৃত করম আলী মোল্লার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামে তার ছেলের শ্বশুরবাড়িতে বেড়ানো শেষে রোববার রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন মোহরজান বেগম। রাত ৯টার দিকে তিনি আশোকাঠী বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছে পায়ে হেটে বরিশাল-ঢাকা মহাসড়কটি পাড় হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে বরিশালগামী অভি ডিলাক্স নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ছুটে এসে বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন